
আব্দুল বাছিত খান, মৌলভীবাজার প্রতিনিধি: নিউ চায়ের দেশ রেন্ট এ কার অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপের বার্ষিক মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর দুপুরে শ্রীমঙ্গল টি ভ্যালী রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গ্রুপ এডমিন ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি মো. সায়মন মিয়া এবং সঞ্চালনা করেন ডা. এম এ আজিজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. ইউসুফ মিয়া (শ্রীমঙ্গল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মিন্টু মিয়া (উত্তরা, ঢাকা), মাসুক মিয়া (শ্রীমঙ্গল), শেখ মুহিন (হবিগঞ্জ), শাহ রওশন (নবীগঞ্জ), মো. সলিম মিয়া (মুন্সিবাজার, কমলগঞ্জ), শামছুল ইসলাম (শ্রীমঙ্গল), জালাল আহমদ (হবিগঞ্জ সদর), সাজু আহমদ (গ্রুপ এডমিন, মৌলভীবাজার সদর), উজ্জল মিয়া (আদমপুর, কমলগঞ্জ), নানু মিয়া (উত্তরা, ঢাকা), দেলোয়ার হোসেন (উত্তরা, ঢাকা), সিরাজ মিয়া (হবিগঞ্জ সদর), আল আমিন (শায়েস্তাগঞ্জ), মানিক মিয়া (পানিউন্দা, নবীগঞ্জ), শেখ সুলতান জিহাদ (শ্রীমঙ্গল), মো. লিটন আরমান (সিলেট), মো. জাহাঙ্গির মিয়া (মুন্সিবাজার, কমলগঞ্জ), ইসলাম উদ্দিন ও বেলাল আহমদ (সিলেট) প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও নিউ চায়ের দেশ রেন্ট এ কার অনলাইন গ্রুপের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।