ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুক পোস্টের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি প্রত্যাহার

বাংলার খবর ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ফেসবুকে দেওয়া একটি পোস্টের জেরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা। তিনি জানান, ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে প্রার্থীদের ব্যালট নম্বরও উল্লেখ করা হয়েছিল। সরকারি কর্মকর্তা হয়েও রাজনৈতিক প্রার্থীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোয় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

যদিও কয়েক ঘণ্টা পর পোস্টটি মুছে ফেলেন তিনি, তবে বিতর্ক থামেনি। এ নিয়ে তোলপাড় শুরু হলে তিনি দাবি করেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তার ভাষ্য, “আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে বিভ্রান্তিকর রাজনৈতিক পোস্ট দেওয়া হয়েছে।” এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাহুবলে ১৭ মামলার আসামি জামাল খুন

error:

ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুক পোস্টের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় ০৩:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বাংলার খবর ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ফেসবুকে দেওয়া একটি পোস্টের জেরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা। তিনি জানান, ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে প্রার্থীদের ব্যালট নম্বরও উল্লেখ করা হয়েছিল। সরকারি কর্মকর্তা হয়েও রাজনৈতিক প্রার্থীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোয় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

যদিও কয়েক ঘণ্টা পর পোস্টটি মুছে ফেলেন তিনি, তবে বিতর্ক থামেনি। এ নিয়ে তোলপাড় শুরু হলে তিনি দাবি করেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তার ভাষ্য, “আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে বিভ্রান্তিকর রাজনৈতিক পোস্ট দেওয়া হয়েছে।” এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।