ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সার পাচারের অভিযোগে লাখাইয়ের কৃষি কর্মকর্তা জ্যোতিলাল গোপের পদাবনতি Logo নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার Logo মাধবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন Logo বাহুবলে কূপে গ্যাসের সন্ধান, সম্ভাব্য মূল্য ৪৭০০ কোটি টাকা Logo নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দুই জনকে অর্থদণ্ড Logo লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo নবীগঞ্জে ভুয়া ডাক্তার কাজল নাথকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Logo নবীগঞ্জে নিখোঁজের দু’ দিন পর যুবকের লাশ উদ্ধার, মূলহোতা আউয়াল গ্রেফতার Logo সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে নিশানের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

অর্থবছরের শেষ দিনে রাজস্ব আদায় ৩,৬০,৯২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | বাংলার খবর ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে এসে দেশের রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, রাজস্ব আদায়ের এই অঙ্ক এখন পর্যন্ত আশাব্যঞ্জক হলেও পুরো রিপোর্ট হাতে আসতে আরও কিছু সময় লাগবে। সরকারি প্রকল্পের কর ও মূসকের বিলসহ অন্যান্য সমন্বয়ের পর চূড়ান্ত হিসাব পাওয়া যাবে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে।

এনবিআর চেয়ারম্যান জানান, গত বছর থেকে এবার রাজস্ব আদায় বাড়বে সেটি নিশ্চিত, তবে কিছুদিনের কর্মবিরতিতে কাজ ব্যাহত হওয়ায় প্রত্যাশিত গতিতে আদায় হয়নি। এরপরও জুনের শেষ দিনে সক্রিয়ভাবে সব বিভাগ কাজ করছে এবং ব্যাংকসহ সব দপ্তর খোলা রয়েছে।

চেয়ারম্যান বলেন, বর্তমানে এনবিআর-এর রাজস্ব রিপোর্টিং সম্পূর্ণভাবে ডিজিটাল ব্যবস্থায় আইবাস (iBAS) প্ল্যাটফর্মে হচ্ছে। ফলে পূর্বের মতো পৃথক প্রতিবেদন বা পুনর্মিলনের প্রয়োজন নেই। বাংলাদেশ ব্যাংক ও এনবিআর একই তথ্য অনুসরণ করে।

তিনি জানান, রাজস্ব অফিসাররা কারা বছর শেষে কর প্রদান করবেন, তা ভালোভাবে জানেন। তাই আজও রাজস্ব আহরণে বড় অঙ্ক জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার জুলাই মাসে ব্যয় করবে বলে এনবিআর জুলাইতেও রাজস্ব আহরণের ওপর জোর দেবে।

চলতি মাসের শুরুতে যে আন্দোলন ও কর্মবিরতি চলছিল, তা প্রত্যাহারের পর রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরে আসায় আবারও সুষ্ঠুভাবে কার্যক্রম চালু হয়েছে। এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অতীতের মতো নিষ্ঠা ও দক্ষতায় সবাই যেন রাষ্ট্রীয় স্বার্থে কাজ করেন এবং সামনে যেন আর বড় ধরনের বিঘ্ন না ঘটে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বছর শেষে যে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল, তা হয়তো পুরোপুরি অর্জিত না হলেও অনেকটাই কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে। এবং জুলাইয়ের ভিতর চূড়ান্ত পরিমাণ ট্রেজারিতে চলে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সার পাচারের অভিযোগে লাখাইয়ের কৃষি কর্মকর্তা জ্যোতিলাল গোপের পদাবনতি

error:

অর্থবছরের শেষ দিনে রাজস্ব আদায় ৩,৬০,৯২০ কোটি টাকা

আপডেট সময় ০৩:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক | বাংলার খবর ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে এসে দেশের রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, রাজস্ব আদায়ের এই অঙ্ক এখন পর্যন্ত আশাব্যঞ্জক হলেও পুরো রিপোর্ট হাতে আসতে আরও কিছু সময় লাগবে। সরকারি প্রকল্পের কর ও মূসকের বিলসহ অন্যান্য সমন্বয়ের পর চূড়ান্ত হিসাব পাওয়া যাবে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে।

এনবিআর চেয়ারম্যান জানান, গত বছর থেকে এবার রাজস্ব আদায় বাড়বে সেটি নিশ্চিত, তবে কিছুদিনের কর্মবিরতিতে কাজ ব্যাহত হওয়ায় প্রত্যাশিত গতিতে আদায় হয়নি। এরপরও জুনের শেষ দিনে সক্রিয়ভাবে সব বিভাগ কাজ করছে এবং ব্যাংকসহ সব দপ্তর খোলা রয়েছে।

চেয়ারম্যান বলেন, বর্তমানে এনবিআর-এর রাজস্ব রিপোর্টিং সম্পূর্ণভাবে ডিজিটাল ব্যবস্থায় আইবাস (iBAS) প্ল্যাটফর্মে হচ্ছে। ফলে পূর্বের মতো পৃথক প্রতিবেদন বা পুনর্মিলনের প্রয়োজন নেই। বাংলাদেশ ব্যাংক ও এনবিআর একই তথ্য অনুসরণ করে।

তিনি জানান, রাজস্ব অফিসাররা কারা বছর শেষে কর প্রদান করবেন, তা ভালোভাবে জানেন। তাই আজও রাজস্ব আহরণে বড় অঙ্ক জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার জুলাই মাসে ব্যয় করবে বলে এনবিআর জুলাইতেও রাজস্ব আহরণের ওপর জোর দেবে।

চলতি মাসের শুরুতে যে আন্দোলন ও কর্মবিরতি চলছিল, তা প্রত্যাহারের পর রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরে আসায় আবারও সুষ্ঠুভাবে কার্যক্রম চালু হয়েছে। এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অতীতের মতো নিষ্ঠা ও দক্ষতায় সবাই যেন রাষ্ট্রীয় স্বার্থে কাজ করেন এবং সামনে যেন আর বড় ধরনের বিঘ্ন না ঘটে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বছর শেষে যে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল, তা হয়তো পুরোপুরি অর্জিত না হলেও অনেকটাই কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে। এবং জুলাইয়ের ভিতর চূড়ান্ত পরিমাণ ট্রেজারিতে চলে আসবে।