
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ডেভিল হান্টের অভিযানে পুলিশ আওয়ামীলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে।শুক্রবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।তারা হল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজিবাজার রাবার বাগান কর্মচারী মানিকপুর গ্রামের আল আমিন (৩৬)।
একই ইউনিয়নের রিয়াজনগর গ্রামের রাবার বাগান কর্মচারী উপজেলার শ্রমিকলীগের যুগ্ম আহব্বায়ক শাহজাহান মোল্লা(৪৫) এবং চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আলী নেওয়াজ মিয়া(৪৮)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।