
বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই হরিধন এর নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর থানার ২নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় ধর্মঘরগামী পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই নারীকে আটক করে।
আটককৃতরা হলেন— নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোকলনগর গ্রামের সেলিনা আক্তার (৫৫) ও হ্যাপী আক্তার (৩৩)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ আটক সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলার খবর ডেস্ক : 























