
মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-০৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের রাজনীতিতে বড় চমক দেখা দিতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে সবুজ সংকেত পেয়েছেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, গবেষক ও সাংবাদিক অলি উল্লাহ নোমান।
বৃহত্তর সিলেটের প্রখ্যাত আলেমে-দ্বীন ও ইটাখোলা সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মরহুম সানাউল্লাহ (রহঃ)-এর জ্যেষ্ঠ সন্তান অলি উল্লাহ নোমান দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আলোচনায় রয়েছেন।
বিগত রাজনৈতিক অস্থিরতার সময় তিনি রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে কারাভোগ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী নেতাদের বিচারের সময় অনুসন্ধানী সাংবাদিকতায় আলোড়ন তোলেন এই লেখক। তার সাহসী লেখনী একাধিকবার রাষ্ট্রযন্ত্রের ক্ষোভের মুখে পড়ে, এমন অভিযোগ রয়েছে।
পরবর্তীতে জীবনের নিরাপত্তার কারণে তিনি লন্ডনে পাড়ি জমান এবং সেখানে থেকেও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লেখালেখি চালিয়ে যান। প্রবাসে থেকেও অলি উল্লাহ নোমান স্বৈরাচারবিরোধী ধারাবাহিক লেখালেখির মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন।
জোটের নীতিনির্ধারক সূত্রে জানা গেছে, বৃহত্তর স্বার্থে আসনভিত্তিক সমঝোতার প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-০৪ আসনে অলি উল্লাহ নোমানের প্রার্থিতা যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।
বাংলার খবর ডেস্ক : 






















