
বাংলার খবর ডেস্ক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল সোয়া ৫টার দিকে এ কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬টি দেশে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৯।
তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।