
বাংলার খবর ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে পিয়াইম গণপাঠাগারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বিয়ান, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাঠাগারের পক্ষ থেকে ২০২৫ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৯ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে পাঠাগারের অব্যাহত ভূমিকার ওপর আলোকপাত করা হয়।
এসময় বক্তারা জানান, পিয়াইম গণপাঠাগার শুধু বইপড়া নয়, বরং সামাজিক উন্নয়নেও ভূমিকা রেখে আসছে। ইতিমধ্যে পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।