
আব্দুল বাছিত খান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘর থেকে সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুর রাহিম রাফি (২৪)-এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সিদ্ধেশ্বরপুর গ্রামে ঘটে এ নৃশংস হত্যাকাণ্ড। এটি পরিকল্পিত খুন বলেই ধারণা করা হলেও, কারণ জানাতে পারেননি নিহতের স্বজনরা।
নিহত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি মুন্সীবাজার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা।
প্রতিবেশী ও বন্ধু সামি জানান, সকালে কাজে বের হওয়ার কথা থাকলেও রাফি ঘুম থেকে না ওঠায় তিনি ঘরে গিয়ে ডাকেন। দরজা খোলা পেয়ে ভিতরে গিয়ে আলো জ্বালালে দেখা যায় রক্তাক্ত অবস্থায় রাফির নিথর দেহ খাটে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
চাচাতো ভাই আব্দুল হাদি চৌধুরী জুমন জানান, শুক্রবার রাফির স্ত্রী ও দুই সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাফি একাই ঘরে রাত কাটান। দুপুরে সামির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লাশ দেখতে পান।
মুন্সীবাজার ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, রাফি খুব ভালো ছেলে ছিল, বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্বও সে পালন করত। তার কারো সঙ্গে শত্রুতা ছিল বলে জানা নেই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোভেল চাকমা ও পিবিআই পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।