
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
নবীগঞ্জ পৌরসভার ডাক বাংলো রোড এলাকায় অবস্থিত শেখ আলীশা ফুড এবং মাওলানা স্পেশাল বেকারিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বেকারি পণ্যগুলোতে উৎপাদনের তারিখ, মেয়াদ ও নিট ওজন উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৩ আগস্ট) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—
🔹 শেখ আলীশা ফুড (মালিক: আলমগীর মিয়া, পিতা নবী হোসেন) – জরিমানা: ১৫,০০০/- টাকা
🔹 মাওলানা স্পেশাল বেকারি (মালিক: মো. আলেক মিয়া, পিতা নুরুল হক) – জরিমানা: ১৫,০০০/- টাকা
এ বিষয়ে ইউএনও রুহুল আমিন বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মানসম্মত পণ্য নিশ্চিত ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।