
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোশারফ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার পূর্ব মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন ওই গ্রামের হরমুজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।