
বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারের মান ও চিকিৎসা সেবা নিয়ে রোগী ও স্বজনদের নানা অভিযোগ উঠেছে। রোগীরা অভিযোগ করেছেন, হাসপাতালের খাবারে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে এবং চিকিৎসা সেবাতেও অনিয়ম ও অবহেলা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়রা জানান, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সরবরাহকৃত খাবার প্রায়ই নিম্নমানের থাকে। অনেক সময় খাবার ঠান্ডা ও অপর্যাপ্ত অবস্থায় পরিবেশন করা হয়। এ ছাড়া জরুরি বিভাগে সঠিক সময়ে চিকিৎসক না পাওয়া এবং ওষুধ সংকটের অভিযোগও করেছেন রোগীরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, রোগী ও স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তিনি বলেন, “অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান হলে রোগীরা সঠিক সেবা পাবে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম ফিরে আসবে।