
বাংলার খবর ডেস্ক:
কর্মব্যস্ত জীবনে ছুটি যেন চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি। দীর্ঘ কর্মঘণ্টা আর ব্যস্ত রুটিনের মাঝে সাপ্তাহিক ও সরকারি ছুটির অপেক্ষায় থাকেন অনেকেই। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ চার মাসে চাকরিজীবীরা আরও পাঁচ দিনের সরকারি ছুটি উপভোগ করতে যাচ্ছেন।
চাকরিজীবীরা ইতোমধ্যেই এ বছর বেশ কিছু বড় ছুটি কাটিয়েছেন। এবারও সামনে অপেক্ষা করছে আরও ৫ দিনের ছুটি। এর মধ্যে চারটি সাধারণ ছুটি এবং একটি নির্বাহী আদেশে ঘোষিত ছুটি রয়েছে। বিশেষ করে কিছু ছুটি বৃহস্পতিবারে পড়ায় অনেকের জন্য টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হবে।
📌 বাকি ছুটির তালিকা (সেপ্টেম্বর-ডিসেম্বর):
– ঈদে মিলাদুন্নবী: ৬ সেপ্টেম্বর (শনিবার)
– দুর্গাপূজা: ১ অক্টোবর (বুধবার, নির্বাহী আদেশে ছুটি) এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার)
– বিজয় দিবস: ১৬ ডিসেম্বর (মঙ্গলবার)
– বড়দিন: ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)
এর মধ্যে দুর্গাপূজায় একদিন নির্বাহী আদেশে ছুটি ধরা হবে। ফলে দুই দিনের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে অনেকের জন্য চার দিনের টানা ছুটি উপভোগ করার সুযোগ তৈরি হচ্ছে।
বছরের শেষ প্রান্তের এই পাঁচটি সরকারি ছুটি নিয়ে চাকরিজীবীদের মধ্যে আগ্রহ ইতোমধ্যেই দেখা দিয়েছে। অনেকেই ছুটির সময় পরিবারকে নিয়ে ভ্রমণ কিংবা বিশ্রামের পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, এ বছর দীর্ঘতম ছুটি কাটানো হয়েছে দুই ঈদে। ঈদুল ফিতরে (২৮ মার্চ থেকে ৫ এপ্রিল) টানা ৯ দিন এবং ঈদুল আজহায় (৫ জুন থেকে ১৪ জুন) টানা ১০ দিনের ছুটি ছিল চাকরিজীবীদের জন্য বিশেষ আনন্দের।