
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে এবার আখের বাম্পার ফলনে আনন্দে ভাসছেন কৃষকরা। উপজেলার ধর্মঘর, চৌমুহনী ও বহরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আখের উৎপাদন হয়েছে ব্যাপকভাবে। বিশেষ করে আউলিয়াবাদ, রাজাপুর, মনতলা ও হরুষপুরে ফলন দ্বিগুণ হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
আখচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সময়মতো আখ রোপণ ও সঠিক পরিচর্যা করায় এবার ফলন আশাতীত হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও রাজধানী থেকে পাইকাররা ন্যায্যমূল্যে আখ কিনে নিচ্ছেন, এতে কৃষকরা সন্তুষ্ট।
আখচাষি নানু মিয়া বলেন, *“এবছর আমি ২ বিঘা জমিতে আখ চাষ করেছি। আশা করি গত বছরের তুলনায় এবার ভালো লাভ হবে। যে পরিমাণ কষ্ট করেছি, তার ফল হাতে পেয়েছি। আখের বাম্পার ফলনে আমরা সবাই খুব খুশি।”*
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। তিনি বলেন, *“চাষিরা নিয়মিত কৃষি দপ্তরের পরামর্শ নিয়েছেন এবং নিজেরাও কঠোর পরিশ্রম করেছেন। যার ফলে বিভিন্ন এলাকায় আখের ফলন হয়েছে অত্যন্ত ভালো। এটি মাধবপুরের কৃষিতে একটি বড় অর্জন।”*