
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ইমরুল হাসান শিবলী।
সমাবেশে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবু্বুর রহমান সোহাগ,অভিভাবক সদস্য ছায়েদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, ইদ্রিছ আলী খান মাষ্টার, সাংবাদিক হামিদুর রহমান ও অভিভাবক ফরিদ হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষা ও সু-শৃঙ্খলা নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।