
স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২০ আগস্ট দুপুর ১২টায় উপজেলা আদর্শ বিদ্যালয়ের মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দিশারি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি শফিকুল ইসলাম ডালিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিয়াজ মোহাম্মদ খাঁন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলমাছ খাঁন টুটুল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাগরণ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আল আমিন ইসলাম।
দুই বছরের জন্য গঠিত ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কাজী আব্দুল বাছির। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ শাহজাহান মিয়া, শাহ আলম, মোঃ খোকন মিয়া ও মোঃ ফরাস উদ্দিন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ ওসমান গনি ও সৈয়দ জাকির হোসেন।
এছাড়া কমিটিতে আছেন—কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক মোঃ এখলাছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ আবুল কাশেম সরদার, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার, ক্রীড়া সম্পাদক রাকিব উদ্দিন লস্কর, দপ্তর সম্পাদক ঝর্ণা সরকারসহ আরও অনেকে।
মাধবপুর উপজেলার মোট ৩৭টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতাগণ সভায় উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম বলেন, “মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”