
বাংলার খবর ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এজাহারভুক্ত মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বুল্লা সড়ক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বুল্লা গ্রামের মৃত আমীর আলীর ছেলে আকবর আলী (৬০), মৃত আরজু মিয়ার ছেলে জাহেদ মিয়া (৪০), এবং মৃত ফুলু মিয়ার ছেলে এনু মিয়া (৫৫)।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট বুল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আদম খা পক্ষের কয়েকজন আহত হন। পরে আদম খা থানায় অভিযোগ দায়ের করলে মামলাটি রুজু হয়। গ্রেফতার হওয়া তিনজন ওই মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশ এসল্টসহ একাধিক মামলা রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহীদ উল্ল্যাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।