
মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের সহ-সভাপতি হোসাইনসহ দু’জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়ে হোসাইনের বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এসময় বাধা দিলে ডাকাতরা হোসাইন ও আরও একজনকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।