
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২১৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। আটককৃতরা হলেন—শরিফ উদ্দিন (৩৯), হবিগঞ্জ সদর উপজেলার আর ডি হল এলাকার মোস্তুফা কামালের ছেলে এবং সুমন সরকার (২৭), সদর উপজেলার আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত বৈদেশিক মদ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।