
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে হরষপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদ সংলগ্ন পুকুরপাড়ে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম হৃদয় হোসেন শুক্কুর (২৫)। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার মিশ্রী (আলী বাড়ি) গ্রামের বাদল মিয়ার ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা জানান, এ ঘটনায় মাধবপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।