
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মৃত সফর আলীর কন্যা ও হোসেন মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হোসেন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে গোসলখানার ভেতরে গলায় উড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনেরা।
খবর পেয়ে নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই শওকত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেন এবং পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।