
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে দুধের কলসিতে গাঁজা পাচারের সময় দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৩ কেজি গাঁজা।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মনতলা-মাধবপুর সড়কের পানিহাতা এলাকায় মনতলা তদন্ত কেন্দ্রের সামনে অভিযানটি চালানো হয়। মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খৈরা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী নুপুর আক্তার (৩৮) এবং মাধবপুর উপজেলার বেদে পল্লীর মোশাররফ হোসেনের স্ত্রী শিউলি আক্তার (৪০)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, “দুধের কলসিতে গাঁজা বহনের মতো অভিনব কৌশল ব্যবহার করা হয়েছিল। তবে আমাদের নজরদারিতে তা ধরা পড়ে যায়। আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মামলার কার্যক্রম চলমান রয়েছে।”
পুলিশ জানায়, এই ধরনের মাদক পাচারের ঘটনা প্রতিরোধে মাধবপুরে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।