
বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ | সানাইয়ের সুরে গুঞ্জরিত হচ্ছিল বাড়ি। সাজ সাজ রব চারপাশে। কিন্তু হঠাৎই বিষাদ নেমে আসে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে। বিয়ের আনন্দের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কনের মা। হৃদয়বিদারক এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, কলেজ ছাত্রী স্বর্ণা সরকারের বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক ধনাঢ্য পরিবারের সঙ্গে। রবিবার রাতে ছিলো মালাবদলের অনুষ্ঠান। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে ঘর ঝাড়ু দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসায় অসাবধনতাবশত আরতি সরকার (৫০) বৈদ্যুতিক তারে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মায়ের মৃত্যু সংবাদ না জানিয়ে কনেকে শান্তনা দিয়ে রাত ৯টায় হবিগঞ্জ শহরের কালিমন্দিরে সম্পন্ন করা হয় মালাবদল। স্বর্ণা সরকার জানতে পারেননি তার মা আর বেঁচে নেই।
প্রসঙ্গত, মৃত আরতি সরকার ইমামবাড়ি গ্রামের শ্রীনন্দ সরকারের স্ত্রী। এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো বিয়ে বাড়িতে নেমে এসেছে নিস্তব্ধতা ও শোকের ছায়া।