
বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ,কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে আশ্রয়হীন হয়ে পড়া দুটি অসহায় পরিবারকে বাড়ি ও ঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। এতে নতুন ঠিকানায় ফিরে এসেছে তাদের মুখে হাসি ও চোখে আনন্দের অশ্রু।
সোমবার (১৪ জুলাই) দুপুরে নবীগঞ্জ ও বানিয়াচং সেনা ক্যাম্পের পক্ষ থেকে দুটি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুনভাবে নির্মিত দুইটি ঘরের চাবি তুলে দেন ইনচার্জ মেজর আশরাফুল ইসলাম তামিম। একইসঙ্গে ঘরের সংস্কার ও আনুষঙ্গিক কাজের জন্য নগদ অর্থও প্রদান করা হয়।
যে দুটি পরিবার ঘর পেয়েছে তারা হলেন—দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের অর্জুন বিশ্বাস (৪৮), তার তিন মেয়ে ও এক ছেলে নিয়ে ৬ সদস্যের পরিবার এবং একই গ্রামের আব্দুর রহিম (৪২), যার এক ছেলে ও এক মেয়ে সহ মোট সদস্য ৫ জন।
উল্লেখ্য, কিছুদিন আগে কুশিয়ারা নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ডাইকের পাশের গালিমপুর এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়। এতে এই দুটি পরিবার তাদের ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছিল। বিষয়টি সেনাবাহিনীর নজরে আসলে দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।
ঘর হস্তান্তরের সময় স্থানীয় ইউপি সদস্য আকুল মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবিক এই কাজের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।