
বাংলার খবর প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জঃ
হবিগঞ্জের লাখাই উপজেলায় সন্তোষপুর হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে ফরিদ মিয়া (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ ঘণ্টা পার হলেও তার কোনো খোঁজ মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে ফরিদ মিয়া আরও দুই জেলের সঙ্গে নৌকায় করে হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তিনি পানিতে পড়ে তলিয়ে যান। সঙ্গীরা দ্রুত খোঁজাখুঁজি শুরু করলেও তাকে আর পাওয়া যায়নি।
খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তবে নৌকায় থাকা জেলেরা সুনির্দিষ্ট জায়গা দেখাতে না পারায় উদ্ধার কাজ ব্যাহত হয়। হাওরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নির্দিষ্ট স্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
লাখাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়েছে, তবে সন্ধ্যা নাগাদও নিখোঁজ ফরিদ মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।
লাখাই থানার ওসি বন্দে আলী জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।