
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ,হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামে পুকুরে ডুবে ইয়ামিন (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন একই গ্রামের রমজান মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে ইয়ামিন বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে। তবে উদ্ধারকালে শিশুটি মারা গিয়েছিল বলে জানান চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম, আর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।