
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ, হবিগঞ্জের মাধবপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় পলাতক থাকা প্রধান আসামি আকাশ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ জুলাই) র্যাব-৮ এর সহায়তায় পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাবাজার এলাকা থেকে আকাশ মিয়াকে আটক করা হয়। সে হবিবপুর গ্রামের নুর মিয়ার ছেলে।
আকাশ মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণের শিকার কিশোরী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় পরিবারে তত্ত্বাবধানে রয়েছে।