
বাংলার খবর প্রতিনিধি,শেরপুর
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

৩০ দিনের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. টুটুল হাওলাদার (৪৮), দিলীপ চন্দ্র ঘোষ (৫০) এবং মো. শাহিনুর রহমান শাহিন (৩৩)। অপরদিকে, মো. ইয়াসিন (২৫) ও মো. বাবুল মিয়া (৪৫) কে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই পাঁচ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের শাস্তি দিয়ে থানায় হস্তান্তর করা হয়।
প্রশাসনের একাধিক অভিযানের পরও বন্ধ হচ্ছে না বালু পাচারকারীদের তৎপরতা। চলতি বছরের এপ্রিল মাসে জেলা প্রশাসনের জারি করা এক প্রজ্ঞাপনে জেলার তিনটি উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। তবুও প্রভাবশালী একটি চক্র নদী, ছড়া ও পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “সরকারি সম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। কেউ ছাড় পাবে না। জনসচেতনতা তৈরি করে এই অপরাধ ঠেকাতে হবে।”