
বাংলার খবর ডেস্ক
টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক এখন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। দীর্ঘদিন এই রেকর্ড ছিল ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির দখলে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে (MLC) টেক্সাস সুপার কিংস দলের হয়ে খেলছেন ডু প্লেসি। সম্প্রতি সিয়াটেল ওরকাসের বিপক্ষে ম্যাচে ৫২ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে দলটি ১৮৮ রান করে এবং ৫১ রানে জয় পায়।
এই ইনিংস খেলার মাধ্যমে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ৬ হাজার ৫৬৪ রানের কোহলির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন ডু প্লেসি। এই তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন কোহলি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস ভিন্স, যার রান ৬ হাজার ৩৫৮।
অধিনায়ক হিসেবে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (৬ হাজার ২৮৩) ও রোহিত শর্মা (৬ হাজার ৬৪)।
তবে সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান এখনও বিরাট কোহলিরই। এ পর্যন্ত তার রান ১৩ হাজার ৫৪৩। অন্যদিকে, ডু প্লেসির সংগ্রহ ৪২২ ম্যাচে ১১ হাজার ৮৪৭ রান।