
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৫’র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।
বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হকের সভাপতিত্বে উক্ত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, যুবউন্নয়ন অফিসার মোঃ রেজাউল উল্লাহ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিভিন্ন দফতরের প্রধান, জনপ্রতিনিধি, খামারীবৃন্দ।
এই মেলায় কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রদর্শনী ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এছাড়াও, ড্রোন প্রযুক্তি, ছাদবাগান, জৈব সার উৎপাদন, আধুনিক সেচ ব্যবস্থা, এবং জৈব কৃষি পদ্ধতি নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয় । উক্ত মেলায় মোট ১৪টি স্টল অংশ নেয়।