
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হামলার শিকার এক সাংবাদিকের বিরুদ্ধে এবার উল্টো মামলা দায়ের করেছেন মামলার আসামি। বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলে যেমন চাঞ্চল্যের জন্ম দিয়েছে, তেমনি উদ্বেগও বাড়িয়েছে পেশাজীবীদের নিরাপত্তা নিয়ে।
গত ২৫ এপ্রিল রাতে বিজয়নগর উপজেলা পরিষদ ও থানার কাছাকাছি এলাকায় হামলার শিকার হন দৈনিক দেশ রূপান্তর ও বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম-এর জেলা প্রতিনিধি মাঈনুদ্দিন রুবেল। এ ঘটনায় মামলা দায়ের করেন রুবেল। যার অন্যতম আসামি বাবুল মিয়া নামে একজন।
ঘটনার ঠিক ১০ দিন পর ৫ মে সেই বাবুল মিয়াই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (বিজয়নগর) সাংবাদিক রুবেলের বিরুদ্ধে উল্টো মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, রুবেল দলবল নিয়ে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেন।
আদালত মামলাটি গ্রহণ করে বিজয়নগর থানা পুলিশের ওসিকে নির্দেশ দিয়েছেন অভিযোগের সত্যতা যাচাই করে ২ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে। মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে একটি মেডিকেল সার্টিফিকেটও।
সাংবাদিক রুবেল জানিয়েছেন, মামলায় একজন নিরীহ সাক্ষিকেও আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মূলত সংবাদ প্রকাশের প্রতিশোধ নিতে এই চক্রান্ত।
রুবেল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌড়াইলে বসবাস করেন। যদিও তার পৈতৃক বাড়ি বিজয়নগরের ভিটিদাউদপুর গ্রামে। হামলার দিন তিনি ব্যক্তিগত কাজে সেখানে গেলে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক লীগের একদল নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায় বলে জানান।
তিনি আরও দাবি করেন, উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি ও চাপে ছিলেন