
লাখাইয়ে পল্লী বিদ্যুতে কর্মরত লাইনম্যানের অবহেলায় বিদ্যুৎ স্পৃষ্টে আহেদা চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে,। গত বৃহস্পতিবার সকালে উপজেলার তেঘরিয়া গ্রামের আদর্শ মহল্লায় এলাকায় এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মৃত ভলু চৌধুরীর স্ত্রী।এ সময় এই ঘটনায় শিশুসহ আরও ২জন বিদ্যুতের শকে আহত হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পল্লীবিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্থানীয়রা জানান, ওই এলাকায় পল্লীবিদ্যুতের মিটারের সংযোগ বিচ্ছিন্ন করতে আসে লাখাই উপজেলার পল্লীবিদ্যুতে কর্মরত লাইনম্যানসহ কয়েকজন কর্মকর্তা। পরে তারা মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে চলে যায়।যাবার সময়, বৈদ্যুতিক কুটি থেকে লাইন টানানো মেইন তার থেকে বৈদুতিক লাইন না কেটে, তার গুলো পেছিয়ে একটি স্থানে রেখে চলে যায়। ঘটনার দিন একজন নারী ও একটি বাচ্চা ওই জায়গার পাশে দিয়ে হাটাকালীন সময় তাদের চোখে পড়ে একটি তারের স্তুপ পরে আছে, পরে তারা তার স্পর্শ করার সাথে সাথে বিদুতের শক লেগে আহত হন, পরে বিষয়টি জানাজানি হলে আকস্মিক ঘর থেকে বের হন বৃদ্ধা আহেদা চৌধুরী, তিনি বলেন, দুরু! এই তারে বিদ্যুৎ টিদ্যুৎ নাই, পরে এই বৃদ্ধা ওই তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার সুমন সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়সহ মৃত্যু ব্যক্তি পরিবারের কাছে আমরা মাফ চেয়ে আসছি, শিগ্রই আমরা তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব। তদন্তের আগে কিছু বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি ।