
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দাখিল পরীক্ষা চলাকালে কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বৃহস্পতি সকালে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে গণিত পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের নির্দেশে কেন্দ্র সচিব কাজী আলাউদ্দিন তাদের অব্যাহতি দেন।অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন,মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস ওয়াহিদ,মনিরুল ইসলাম,প্রেমদাময়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষক অঞ্জলী রানি সরকার,ও রাখি রানি দাস।
কেন্দ্র সচিব কাজী আলাউদ্দিন জানান,বৃহস্পতিবার সকালে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে দাখিল পরীক্ষার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে উল্লেখিত ৪ শিক্ষক দায়িত্ব পালনে অবহেলা করেন।এতে পরীক্ষার সুষ্ট পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দেয়।তাই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বোর্ড সচিবের কাছে চিঠি লিখে জানানো হয়েছে।সামনের কোন পরীক্ষায় তাদের কোন দায়িত্ব দেওয়া হবেনা। এদিকে পরীক্ষা কেন্দ্রে নকলের দায়ে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সামিহা ইয়াসমিন রাহি বহিষ্কার করা হয়েছে।