
লাখাই প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে দিন দুপুরে লাখাই মহাসড়কে আব্দুল হান্নান (৬০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে সিএনজি গতিরোধ করে হত্যা করার উদ্দেশ্যে পিটিয়ে আহত করে একদল দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে লাখাই-হবিগঞ্জ মহাসড়কে সদর উপজেলার লোকরার ঈদগাহের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত আব্দুল হান্নান লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।সে লাখাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানের নির্বাহী সদস্য। সে দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করেছে। জানা যায়, আব্দুল হান্নান একটি সিএনজি করে হবিগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে লোকড়া ঈদগার সামনে দুলাল আহমেদ গং একদল দুর্বৃত্ত সিএনজিটি গতিরোধ করে। এরপর তারা প্রকাশ্যে আব্দুল হান্নানকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অশ্রু দিয়ে এলোপাতাড়ি মেরে পালিয়ে যান।ঘটনাস্থলে থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফিরার পরে আহত আব্দুল হান্নান কে জিজ্ঞেস করলে, তিনি বলেন আমার সিএনজি রাস্তায় থামিয়ে, দুলাল মিয়া,মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম, শফিকুর রহমান কয়েকজন মিলে আমাকে গাড়ি থেকে নামিয়ে, প্রাণে হত্যার উদ্দেশ্যে দাড়ালো অস্ত্র দিয়ে এলো পাতারি মারদূর করে রাস্তায় ফেলে রেখে যায়।স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে।