
হবিগঞ্জ প্রতিনিধি
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানে হবিগঞ্জে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫। এর অংশ হিসেবে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) ব্যাটালিয়ন সদরসহ ১৬টি বিওপিতে একযোগে রোপণ করা হচ্ছে ১,৫০০টিরও বেশি দেশীয় ফলজ, বনজ, ভেষজ ও তালগাছ।
দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।
রবিবার ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। তিনি নিজ হাতে চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।
হবিগঞ্জ জেলার ভূপ্রকৃতি ও জলবায়ুগত বৈশিষ্ট্যের কারণে এখানে বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি। প্রতিবছর গড়ে ১০-১২ জন মানুষ বজ্রপাতে প্রাণ হারায়। বিশেষজ্ঞদের মতে, তালগাছ বজ্রপাত প্রতিরোধে প্রাকৃতিকভাবে ভূমিকা রাখে। তাই এবারের কর্মসূচিতে তালগাছ রোপণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রোপণ করা গাছগুলোর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, লিচু, জামরুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, শিমুল ও তালগাছ। বিজিবি আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে সীমান্ত এলাকায় সবুজ বেষ্টনী তৈরি হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি জীবন বাঁচানোর একটি উপায়। তালগাছ রোপণের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি কমানো এবং দেশীয় গাছপালা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের উদ্দেশ্য।”