
স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি এবং একটি বাস আমদানির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার সকালে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আসন্ন নির্বাচনী কার্যক্রমে নিরাপত্তার স্বার্থে এই অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রমে ব্যবহার উপযোগী আধুনিক নিরাপত্তাসুবিধা সম্পন্ন যানবাহন কেনার পরিকল্পনা নিয়েছে বিএনপি। কোন দেশ থেকে এবং কোন মডেলের গাড়ি কেনা হবে তা এখনো নির্ধারিত হয়নি, তবে জাপান থেকে গাড়ি আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতারা এটিকে দলের নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিতে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।
বাংলার খবর ডেস্ক : 






















