ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাপের কামড়ে সৌরভ দেবনাথ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে খেলছিল সৌরভ। এ সময় হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক সাপের কামড় কিনা তা নিশ্চিত হতে না পারায় শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহত সৌরভ দেবনাথ সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের ছেলে। সে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী সমিরন দেবনাথ জানান, “আমার ভাতিজা খেলতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। মাধবপুর হাসপাতালে নেয়ার পরও সাপের কামড় শনাক্ত করতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”

বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন শিশুটির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “সাপে কাটার প্রতিষেধক আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে রোগীর অবস্থা দেখে তা প্রয়োগ করা হয়। শিশুটির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিশ্চিত হতে না পারায় ভ্যাকসিন দেয়া হয়নি এবং তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।”

শিশুর এই অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ
error:

মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাপের কামড়ে সৌরভ দেবনাথ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে খেলছিল সৌরভ। এ সময় হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক সাপের কামড় কিনা তা নিশ্চিত হতে না পারায় শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহত সৌরভ দেবনাথ সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের ছেলে। সে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী সমিরন দেবনাথ জানান, “আমার ভাতিজা খেলতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। মাধবপুর হাসপাতালে নেয়ার পরও সাপের কামড় শনাক্ত করতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”

বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন শিশুটির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “সাপে কাটার প্রতিষেধক আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে রোগীর অবস্থা দেখে তা প্রয়োগ করা হয়। শিশুটির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিশ্চিত হতে না পারায় ভ্যাকসিন দেয়া হয়নি এবং তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।”

শিশুর এই অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।