
বাংলার খবর ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা তার জন্য খোঁজ নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাতে অনুষ্ঠিত ওই বৈঠকে হাসনাত বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।”
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি সমালোচনায় দুজন আলোচনায় এলেও এ ঘটনায় সম্পর্কের শীতলতা কাটতে শুরু করেছে বলে রাজনৈতিক অঙ্গনে আভাস পাওয়া যাচ্ছে।
বৈঠকে হাসনাত আরও বলেন, শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারও প্রয়োজন, এজন্য সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। এ সময় তিনি নুরুল হক নূরের ওপর হামলার প্রসঙ্গও টেনে আনেন।
উঠান বৈঠকে এনসিপির আরও কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা বক্তব্য রাখেন।