ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তিন ইউনিয়ন অন্য আসনে, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বাংলার খবর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুর—ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে হাজারো মানুষ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

‘দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটি’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা বলেন, স্বাধীনতার পর থেকেই তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নের উন্নয়ন অবহেলিত। এবার বিজয়নগরকে দ্বিখণ্ডিত করে উন্নয়নের পথ রুদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং তা মেনে নেওয়া হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান লিটন মুন্সি, হেফাজতে ইসলামের মাওলানা শফিকুল ইসলাম, জামায়াত নেতা মো. শিহাব উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

তারা দ্রুত আগের সীমানা—ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)—পুনর্বহালের দাবি জানান। নির্বাচন কমিশনের খসড়া তালিকার বিরুদ্ধে দাবি-আপত্তি জানিয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ৪০টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া তালিকা প্রকাশ করেছে। ৩০ আগস্ট গেজেট প্রকাশ করা হলেও আপত্তি জানানোর শেষ তারিখ ১০ আগস্ট।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

error:

তিন ইউনিয়ন অন্য আসনে, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৫:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

বাংলার খবর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুর—ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে হাজারো মানুষ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

‘দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটি’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা বলেন, স্বাধীনতার পর থেকেই তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নের উন্নয়ন অবহেলিত। এবার বিজয়নগরকে দ্বিখণ্ডিত করে উন্নয়নের পথ রুদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং তা মেনে নেওয়া হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান লিটন মুন্সি, হেফাজতে ইসলামের মাওলানা শফিকুল ইসলাম, জামায়াত নেতা মো. শিহাব উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

তারা দ্রুত আগের সীমানা—ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)—পুনর্বহালের দাবি জানান। নির্বাচন কমিশনের খসড়া তালিকার বিরুদ্ধে দাবি-আপত্তি জানিয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ৪০টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া তালিকা প্রকাশ করেছে। ৩০ আগস্ট গেজেট প্রকাশ করা হলেও আপত্তি জানানোর শেষ তারিখ ১০ আগস্ট।