
**বাংলার খবর প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ):**
লাখাই উপজেলার বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদের একমাত্র সংযোগ সড়কের বেহাল দশা এবং রাস্তার পাশে আবর্জনার স্তূপে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির সামান্য পানিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ফলে চলাচল হয়ে পড়ছে কষ্টসাধ্য।
বিশেষ করে বিদ্যালয়ের ছাত্রীদের প্রতিদিন এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ায় সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে তাদের। অভিভাবকরা জানিয়েছেন, রাস্তাটি দ্রুত সংস্কার না করলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি আরও বাড়বে।
এর সঙ্গে যুক্ত হয়েছে বুল্লা বাজারের ব্যবসায়ীদের ফেলা পচা কাঁচামাল ও অন্যান্য বর্জ্যের স্তূপ। অসহনীয় দুর্গন্ধে নাক-মুখ ঢেকে চলতে হচ্ছে পথচারীদের, পাশাপাশি বাড়ছে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি।
৬ নং বুল্লা ইউপি চেয়ারম্যান কুখন চন্দ্র গ্রুপ সৌরভ জানিয়েছেন, “রাস্তাটি কয়েক দিনের মধ্যেই মেরামত করা হবে।”
অন্যদিকে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া বলেছেন, “আবর্জনার বিষয়টি এখন জানলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী আশা করছে, দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হবে।