ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: পটুয়াখালী থেকে প্রধান আসামি গ্রেপ্তার Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলায় শ্রেষ্ঠ নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ Logo হবিগঞ্জে বিজিবির ৩ দিনের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo পুশইন করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের করুন: নাহিদ ইসলাম Logo জুলাই সনদের খসড়া চূড়ান্ত পর্যায়ে, রাজনৈতিক দলগুলোকে কালকের মধ্যে পাঠানো হবে: আলী রীয়াজ Logo সৌদিতে তরমুজ উৎপাদনে রেকর্ড, এবার ৬ লক্ষ টনের বেশি ফলন Logo পুলিশের ৯ কর্মকর্তাকে রদবদল Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার এক মাসের কারাদণ্ড

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ,চৌধুরী বাজারের একটি জমি উচ্ছেদ নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসকসহ চার সরকারি কর্মকর্তাকে এক মাস করে সিভিল কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন—হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচংয়ের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকায় আব্দুল হামিদের মালিকানাধীন জমিতে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। অথচ তখন ওই জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা ছিল। পরে ২০০৮ সালের ১০ আগস্ট জমির মালিক আদালতে মামলা দায়ের করেন।

১৭ বছর পর রায়ে বলা হয়, অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় একতরফা রায় দেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে জমি ফেরত না দিলে আদালতের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া যাবে। পাশাপাশি, আব্দুল হামিদকে জমি বুঝিয়ে দিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ২১ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও জানান, অভিযুক্তরা অপরাধমূলক কাজ করেননি বিধায় তাদের খাবার সরকারি খরচে দিতে হবে। রায় কার্যকরের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশও দেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

error:

হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার এক মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৭:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ,চৌধুরী বাজারের একটি জমি উচ্ছেদ নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসকসহ চার সরকারি কর্মকর্তাকে এক মাস করে সিভিল কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন—হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচংয়ের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকায় আব্দুল হামিদের মালিকানাধীন জমিতে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। অথচ তখন ওই জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা ছিল। পরে ২০০৮ সালের ১০ আগস্ট জমির মালিক আদালতে মামলা দায়ের করেন।

১৭ বছর পর রায়ে বলা হয়, অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় একতরফা রায় দেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে জমি ফেরত না দিলে আদালতের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া যাবে। পাশাপাশি, আব্দুল হামিদকে জমি বুঝিয়ে দিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ২১ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও জানান, অভিযুক্তরা অপরাধমূলক কাজ করেননি বিধায় তাদের খাবার সরকারি খরচে দিতে হবে। রায় কার্যকরের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশও দেন তিনি।