
প্রতিনিধি, গোপালগঞ্জ:
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই এবং আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরা অবশেষে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১ এর একটি দল।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন এলাকায় হামলার নির্দেশদাতা ছিলেন শেখ হীরা। গোপালগঞ্জ, খুলনা, রামপুরা, কোতোয়ালি ও উত্তরা পশ্চিমসহ একাধিক স্থানে তার নির্দেশেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মারাত্মক অস্ত্রসহ হামলা চালায়।
শেখ হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
ঘটনার পর র্যাব তার উপর নজরদারি বাড়ায়। তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে আটক করা হয় এবং পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার বিরুদ্ধে ঢাকার ডিএমপি, গোপালগঞ্জ ও খুলনার একাধিক থানায় মামলা চলমান রয়েছে।