
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জুলাই শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, লিজা নার্সারির স্বত্বাধিকারী মো. সাদেক আলী প্রমুখ।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের সদস্যগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী সেরা নার্সারি স্টলগুলোর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। ডিসি উদ্যান চত্বরে আয়োজিত এ বৃক্ষমেলায় ৫০টি স্টল বসেছিল।