
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
ভারতে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে আটক আটজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।
হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬), বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯), একই পিতার সন্তান শিহাব উদ্দিন ও রুবেল মিয়া (২৫), জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯), নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া (২০) এবং কালু মিয়ার ছেলে ইকবাল।
ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, আটককৃতরা কাজের সন্ধানে কিছুদিন আগে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর প্রক্রিয়াগতভাবে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে।
হস্তান্তরের পর তাদেরকে মাধবপুর থানায় সোপর্দ করা হয় দুপুর ৩টার দিকে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।