ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঐতিহাসিক তেলিয়াপাড়া বাংলো সংরক্ষণে সরকারের উদ্যোগ, শ্রমিকদের আপত্তি Logo সার পাচারের অভিযোগে লাখাইয়ের কৃষি কর্মকর্তা জ্যোতিলাল গোপের পদাবনতি Logo নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার Logo মাধবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন Logo বাহুবলে কূপে গ্যাসের সন্ধান, সম্ভাব্য মূল্য ৪৭০০ কোটি টাকা Logo নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দুই জনকে অর্থদণ্ড Logo লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo নবীগঞ্জে ভুয়া ডাক্তার কাজল নাথকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Logo নবীগঞ্জে নিখোঁজের দু’ দিন পর যুবকের লাশ উদ্ধার, মূলহোতা আউয়াল গ্রেফতার Logo সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে তিন দিনে প্রায় ৩ কোটি টাকার পণ্য ও যানবাহন জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে টানা অভিযানে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। গত তিন দিনে পরিচালিত ১১টি পৃথক চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিক্স, ছাদের টালি ও টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাইসাইকেল এবং একটি ট্রাক।

বিজিবি সূত্রে জানা গেছে, চিমটিবিল বিওপি’র আওতায় একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে এবং চকলেট আটক করা হয়।

একই সময়ে সীমান্তের ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পরিচালিত পৃথক দুটি অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, টাইল্সের আড়ালে লুকানো হিমায়িত গরুর মাংস এবং একটি ট্রাক জব্দ করা হয়।

এছাড়া, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে আরও ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

আটককৃত সব মালামাল ও যানবাহন যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা তৎপর। শ্রীমঙ্গল সেক্টরের অধীনে এসব সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “জনগণের সহায়তায় বিজিবি অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। কেউ অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য পেলে অনুগ্রহ করে দ্রুত আমাদের জানাতে অনুরোধ করছি।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক তেলিয়াপাড়া বাংলো সংরক্ষণে সরকারের উদ্যোগ, শ্রমিকদের আপত্তি

error:

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে তিন দিনে প্রায় ৩ কোটি টাকার পণ্য ও যানবাহন জব্দ

আপডেট সময় ০২:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে টানা অভিযানে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। গত তিন দিনে পরিচালিত ১১টি পৃথক চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিক্স, ছাদের টালি ও টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাইসাইকেল এবং একটি ট্রাক।

বিজিবি সূত্রে জানা গেছে, চিমটিবিল বিওপি’র আওতায় একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে এবং চকলেট আটক করা হয়।

একই সময়ে সীমান্তের ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পরিচালিত পৃথক দুটি অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, টাইল্সের আড়ালে লুকানো হিমায়িত গরুর মাংস এবং একটি ট্রাক জব্দ করা হয়।

এছাড়া, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে আরও ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

আটককৃত সব মালামাল ও যানবাহন যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা তৎপর। শ্রীমঙ্গল সেক্টরের অধীনে এসব সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “জনগণের সহায়তায় বিজিবি অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। কেউ অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য পেলে অনুগ্রহ করে দ্রুত আমাদের জানাতে অনুরোধ করছি।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।