ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল Logo পূর্ব ইটাখোলায় ব্রিজ ভেঙে পড়েছে — প্রভাবশালীদের অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে এলাকাবাসী Logo মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযান: অবৈধ অস্ত্রসহ দুই সন্দেহভাজন গ্রেফতার Logo মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর জঙ্গল থেকে গলিত মরদেহ উদ্ধার Logo ফ্যাসিবাদবিরোধী পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে জরুরি বৈঠক Logo নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি Logo প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন-বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব Logo ভূয়া সেলাই প্রশিক্ষণের নামে নবীগঞ্জে অর্ধ লক্ষাধিক নিয়ে লাপাত্তা,জেলা প্রশাসনের কাছে ভুক্তভোগীদের অভিযোগ Logo নবীগঞ্জে ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার ৩ Logo গণঅভ্যুত্থানকালে প্রাণরক্ষায় সেনানিবাসে ৬২৬ জনের আশ্রয়ের তালিকা প্রকাশ — সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট”

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ হয়েছি: মির্জা ফখরুল

সম্প্রতি জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভূরাজনৈতিক কারণে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি করবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি। এ সময় নির্বাচিত ও অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য করেন তিনি।

কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পেছাতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে বাঁধা আসলে আমাদের রাস্তায় নামতে হবে। একটি দলকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি সুযোগ-সুবিধা দেয়ার খবর পাচ্ছি। কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আমাদের আশাহত করেছে। তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে বলেও মন্তব্য করেন তিনি।

দলটির মহাসচিব আরও বলেন, বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। বিএনপি সবসময় বাংলাদেশপন্থী। কিন্তু দলটির জনপ্রিয়তা কমাতে এবং হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এ সময় সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল

error:

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ হয়েছি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

সম্প্রতি জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভূরাজনৈতিক কারণে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি করবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি। এ সময় নির্বাচিত ও অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য করেন তিনি।

কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পেছাতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে বাঁধা আসলে আমাদের রাস্তায় নামতে হবে। একটি দলকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি সুযোগ-সুবিধা দেয়ার খবর পাচ্ছি। কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আমাদের আশাহত করেছে। তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে বলেও মন্তব্য করেন তিনি।

দলটির মহাসচিব আরও বলেন, বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। বিএনপি সবসময় বাংলাদেশপন্থী। কিন্তু দলটির জনপ্রিয়তা কমাতে এবং হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এ সময় সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।