
বাংলার খবর ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া হযরত শাহ চাঁন মিয়া সাহেবের মাজার পরিচালনা নিয়ে মারামারি। বুধবার বেলা ১১ টায় মাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানাগেছে মাজারের ওরশ উদযাপনকে সামনে রেখে বুধবার সকালে মাজারে সমবেত হন ভক্ত বৃন্দরা। কার নেতৃত্বে মাজারের ওরস উদযাপিত হবে এ নিয়ে শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও অপরপক্ষ সাইমন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ নিয়ে তর্কবিতর্ক দেখা দেয়। এক পর্যায়ে এ নিয়ে দুপক্ষ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।
ইটপাটকেল উভয়পক্ষের ৪/৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।খবর পেয়ে পুলিশ মাজারে যাওয়ার পর পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখ্য গত তিন বছর ধরে মাজার পরিচালনা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। হযরত শাহ চাঁন সাহেব একজন আধ্যাত্মিক পীর ছিলেন।সারাদেশে তাঁর অনেক ভক্ত অনুরাগী মুরিদান রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম রোববার বার্ষিক ওরস অনুষ্টিত হয়।এতে সারাদেশ থেকে লাখো মুসুল্লির সমাবেশ ঘটে। সারারাত ব্যাপি মাজারে ওয়াজ মাহফিল, জিকির ও দোয়া অনুষ্টিত হয়। গরুছাগল জবাই করে শিন্নি করা হয়। কিন্তু এখন পরিচালনা নিয়ে দেখা দিযেছে সমস্যা।ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন,হযরত শাহ চাঁন মিয়া পীর সাহেবের নিকট আত্বীয় ও ভক্তদের নিয়ে সারাবছর ওরস উদযাপিত হয়ে আসছে। কিন্তু গত ৩/৪ বছর রাজনৈতিক প্রভাব কাটিয়ে জোরপূর্বক মাজার দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দলের গুটিকয়েক লোক।যেটি মাজারের ভক্ত অনুরাগীরা মানতে রাজি নন। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।