
শেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার আন্দিউড়া যুবকদের উদ্যোগে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে আন্দিউড়া মশুরিখোলার খানকা শরীফ মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমনেট সভাপতিত্বে ও ইমন শাহ ও তৌহিদের সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোত্তাকিন চৌধুরী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমন চৌধুরী,মেলু চৌধুরী,সাবেক মেম্বার ছাদেক মিয়া, আঃ মৌলা খান,জমির আলী,বশির চৌধুরী, রইল আলী,আঃ মান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন, আন্দিউড়া নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ হেলাল আহমেদ ,কাজী সুজাত,শেখ রাজি চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী, রাসেদ খান,খেলা আম্পায়ারের দায়িত্ব পালন করেন শেখ তোফায়েল, হুমায়ুন,টিটু,তুহিন।
টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে নাছিম একাদশ বনাম সাদ্দাম একদাশ প্রতিদ্বন্দ্বিতা করে। এতে নাছিম একাদশকে হারিয়ে সাদ্দাম একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী চ্যাম্পিয়ান দলের মাঝে প্রথম পুরস্কার ওয়াল্টনের ফ্রিজ ও রানার্সআপ ২৪ ইঞ্চি রঙিন এলইডি টিভি পুরুষ্কার প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা বিজয়ীদের হাতে তুলে দেন।