
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৬ নম্বর শাহজানপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকালে উপজেলার শাহজানপুর বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সভাপতি মুফতি সুলাইমান গাজী। সভাপতিত্ব করেন ইউনিয়ন কমিটির আহ্বায়ক মো. সারোয়ারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি নাজমুল হাসান মুজাহিদী এবং আলী আকবর আল হোসাইনী। আলোচনায় বক্তারা ইসলামী মূল্যবোধে নেতৃত্ব গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে মাওলানা নাজমুল হাসানকে সভাপতি, মো. সারোয়ারুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং হাফেজ মো. মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। একইসাথে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং ইসলামী আন্দোলনের কার্যক্রমকে ইউনিয়ন পর্যায়ে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সম্মেলন স্থানীয় ধর্মপ্রাণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।