
**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শপথ অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়, পরে উপজেলা হলরুমে আয়োজন করা হয় একটি বিশেষ আলোচনা সভা।
ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ। এতে অংশ নেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলাম, পজিব কর্মকর্তা কে এম সাহেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার লাখাই শাখার সভাপতি পারভেজ হাসান ও সমন্বয়ক শামীম আহমেদ।
সভার প্রধান আলোচকরা যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, “সুস্থ ও উন্নত সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের ভূমিকা থাকতে হবে। তরুণ প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে সমাজ পরিবর্তনের।”
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, নারী-পুরুষসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। শেষে দেশের উন্নয়ন, মূল্যবোধ চর্চা এবং সামাজিক সমস্যা সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার করেন সকলে।